মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


এ দেশে শিল্পীদের কদর নেই, ফারিয়া ইস্যুতে তমা মির্জা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৯ মে ২০২৫, ০৪:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করায় শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদও করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। দেশে শিল্পীদের কদর নেই বলে মনে করছেন তিনি।

আজ সোমবার তমা নিজের ফেসবুকে লিখেছেন, একজন অভিনেত্রীকে খুনী বলা এতো সহজ? এ দেশে শিল্পীদের কদর নেই ।

এদিকে তমা ছাড়াও অনেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। আজমেরি হক বাঁধন, আশফাক নিপুন, খায়রুল বাসারসহ বিনোদন অঙ্গনের অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫