মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২


‘স্টেরিওটাইপ’ থেকে বেরোতে চান জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৬ মে ২০২৫, ১৮:২৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তাঁর উপস্থিতিতে ছিল উষ্ণতা, ছিল গ্ল্যামার। তবে এই উৎসব তাঁর জন্য শুধু ফ্যাশন প্রদর্শন নয়, খোলামেলা কথাবার্তারও মঞ্চ হয়ে উঠেছিল। বলিউডে নিজের অবস্থান, ‘স্টেরিওটাইপ’ চরিত্র করার অভিজ্ঞতা এবং অভিনয়জীবনের সংকট নিয়ে মুখ খুলেছেন জ্যাকুলিন।

এ নিয়ে আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমরা অনেক সময় বিষয়টিকে ভুলভাবে দেখি। হয়তো ভাবা হয়, ঠিক আছে, আপনাকে এই চরিত্রে মেলে ধরি। কারণ, আপনি তাতেই ভালো মানান। এটাই আপনার জন্য উপযুক্ত। আমার সঙ্গেও এমনটাই হয়েছে।’

তবে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি জ্যাকুলিন। বলেন, ‘আমার কাছে যে কাজগুলো এসেছে, সেগুলোর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। এসবই আমাকে পরিচিতি দিয়েছে। তবে আমি বিশ্বাস করি, আমি আরও ভালো করতে পারি। নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, শিখতে চাই, নতুন কিছু আবিষ্কার করতে চাই।

আমাদের প্রত্যেকেরই সে অধিকার আছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক সময় কেবল বাহ্যিক চেহারা দেখেই চরিত্র বাছাই করা হয়। যেমনটা আমাকে দেওয়া হয়েছে। আমাকে যেমন দেখা যায়, তেমন চরিত্রেই কেবল আটকে রাখা হয়েছে। অন্য কিছু করার সুযোগ খুব কমই পেয়েছি।’

কিছুদিন আগে মা হারিয়েছেন জ্যাকুলিন। সাক্ষাৎকারে স্মৃতিচারণা করেন তিনি, ‘আমি কৃতজ্ঞ যে মায়ের মৃত্যুর আগে কিছুটা সময় অন্তত তাঁর সঙ্গে কাটাতে পেরেছি। মনে হতো, যদি আরও বেশি সময় পেতাম! আজও বিশ্বাস করতে পারি না, তিনি নেই। তিনি ছিলেন আমার সবচেয়ে বড় চিয়ারলিডার।’

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে জ্যাকুলিনের লুক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে অভিনেত্রীর আক্ষেপ, কানে তাঁর অভিষেক নিয়ে তখন কেউ তেমন কিছু লেখেননি। তিনি জানান, তাঁর সেই অভিষেকও ছিল বেশ রাজকীয়। তিনি প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন।
বলিউডের ‘গ্ল্যামার গার্ল’ হয়েও নিজের সীমাবদ্ধতা ও না–বলা গল্পগুলো সাহস করে উচ্চারণ করলেন জ্যাকুলিন। হয়তো এবার তাঁকে দেখা যাবে ছকে বাঁধা চরিত্রের বাইরেও, একজন নতুন জ্যাকুলিন হিসেবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৫ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৭ সন্ধ্যা
এশা ০৮:৭ রাত

মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫