শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২


নীরবে বাগদান, মুখ খুললেন ডুয়া লিপা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৪ জুন ২০২৫, ১৬:০৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। গুঞ্জন ছিল, তিনি ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বাগদান সেরেছেন। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই পপ তারকা নিজেই, নিশ্চিত করলেন তাদের বাগদানের খবর।

গত বছরের শেষ দিকে ডুয়া লিপার অনামিকায় একটি আংটি দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন দানা বাঁধছিল—তবে কি ক্যালাম টার্নারকেই বিয়ে করছেন তিনি? সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ডুয়া লিপা এই প্রশ্নের স্পষ্ট জবাব দেন। তার কথায়, হ্যাঁ, আমরা এনগেজড, আর ব্যাপারটি খুব এক্সাইটিং! একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত অবশ্যই বিশেষ কিছু’।

এই সাক্ষাতকারে ডুয়া লিপা আরও জানান, খুব শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ের কোনো নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানাননি, তবে ধারণা করা হচ্ছে ডুয়া লিপার বিশ্ব সফর শেষ হলেই তারা বিয়ের সিদ্ধান্ত নেবেন। বাগদান কবে সেরেছেন, সে বিষয়েও তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

২৯ বছর বয়সী ডুয়া লিপা এবং ৩৫ বছর বয়সী ক্যালাম টার্নারের সম্পর্কের বয়স প্রায় দেড় বছর। ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ এবং ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। এই জুটি এখন নতুন জীবনের দিকে পা বাড়াতে চলেছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৪ রাত

শনিবার ২ আগস্ট ২০২৫