শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২


পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা : সোনাক্ষী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৩ জুন ২০২৫, ০২:৩৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেখতে দেখতে পার হয়ে গেলো এক বছর। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছর এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা ও জাহির ইকবাল। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন তারা। বিবাহবার্ষিকীতে শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছেন, তা এবার নিজেই তুলে ধরলেন সোনাক্ষী।

বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি তাদের সুখী মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তুলে ধরছেন। একটি বছর পার করলেও তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, এমনটাই ইঙ্গিত দিলেন সোনাক্ষী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিরের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক এবং এক বছরের স্বামী। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, দু'টি মানুষই এক।’ এর সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি।

এক বছরে শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছেন, সেই বিষয়েও জানিয়েছেন সোনাক্ষী। তার মতে, তিনি পৃথিবীর সেরা শ্বশুরবাড়ি পেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার শ্বশুরবাড়িই সেরা এই পৃথিবীতে। তারা প্রথমে এই ছেলেটাকে দিয়েছেন। আর তারপর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন।’

প্রসঙ্গত, জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর সাত বছরের দীর্ঘ সম্পর্ক। জাহির মুসলিম ধর্মের হওয়ায় প্রথমে এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না অভিনেত্রীর পরিবার। তবে সোনাক্ষী কিংবা জাহির কেউই হাল ছাড়েননি। অবশেষে গত ২০২৪ সালের ২৩ জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৪ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৫ সন্ধ্যা
এশা ০৭:৫১ রাত

শনিবার ১৬ আগস্ট ২০২৫