বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২


নাটকে অভিনয়ের বিষয়ে যা বললেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৩ জুলাই ২০২৫, ১৮:৪৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার।

সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে। নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে।

এবার এক সাক্ষাৎকারে কাজ নিয়ে বিস্তর আলাপ করেছেন সাবিলা নূর। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করছি না কারণ ভালো কন্টেন্টে কাজ করার একটা ইচ্ছা থেকে বেঁছে বেঁছে কাজ করছি।’

ছোট পর্দায় আর দেখা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে আপাদত এখনো ভাবছি না কারণ আমার চিন্তা হচ্ছে ভালো কাজ করা। ভালো মানের কাজ করা।’

তার কথায়, ‘যেহেতু তাণ্ডব একটা স্টান্ডার্ড সেট করেছে। মানে তাণ্ডবের মতো একটা সিনেমা করার পরে অবশ্যই আমার এরকর অথবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।’

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৯ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৭ রাত

বৃহঃস্পতিবার ৩ জুলাই ২০২৫