রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২


বিয়ের কথা শুনেই চটেছেন জেরিন খান, তবে কি বিয়ে করবেন না?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৭ জুলাই ২০২৫, ১২:২২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেরিন খান সাম্প্রতিক সময় অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব। মাঝেমধ্যেই ট্রোলের মুখেও পড়েন অভিনেত্রী। তবে এবার তাঁর ব্যাতিক্রম ঘটনা ঘটেছে। অভিনেত্রীর পোস্টে বিয়ে নিয়ে কথা বলায় নেটিজেনদের ওপর চটেছেন জেরিন।

সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করে নিন। আপনার বয়স হয়ে যাচ্ছে।’ এই মন্তব্যের পরে রীতিমতো রাগে ফেটে পড়েন অভিনেত্রী। ওই মন্তব্যের জেরে পাল্টা একটি পোস্টে জেরিন প্রশ্ন তোলেন, ‘জীবনের সব সমস্যার সমাধান হিসাবে বিয়েকেই দেখা হয়। কিন্তু কেন? বিয়েটাই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের জন্য?’

এরপর জেরিন যোগ করেন, “সাম্প্রতিক এক পোস্টে একটি মন্তব্য পড়েছি যেখানে আমাকে বলা হয়, ‘বিয়ে করে নিন। আপনার বয়স হয়ে যাচ্ছে’। আপনারাই আমাকে বলুন, আমি যদি বিয়ে করি তাহলে কি আমার বয়স কমবে? আমি কি আবার যৌবনে ফিরে যাব? যদি তা না হয় তাহলে এমন মন্তব্যের কী অর্থ? আমি বুঝি না। এই ধ্যানধারণা মনের মধ্যে পোষণ করার কী অর্থ? এগুলো কি শুধু আমাদের দেশেই দেখা যায়, নাকি বিশ্বব্যাপী এই সমস্যা রয়েছে। বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কীভাবে সম্ভব?”

বলে রাখা ভালো, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক জেরিন খানের। বড় পর্দায় চাকচিক্যময় অভিষেক হলেও অল্প সময়ের মধ্যেই আলোচনার বাইরে চলে যান তিনি। অভিনেত্রীকে সর্বশেষ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি আকেলে, তুম ভি আকেলে’ সিনেমায় দেখা যায়।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৪৮ সন্ধ্যা
এশা ০৮:৮ রাত

রবিবার ২৭ জুলাই ২০২৫