শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২


যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে মোহময়ী দিঘী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ১৮:৪০

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

ঢাকাই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। বড় পর্দায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দিঘী এখন নিজেকে গড়েছেন একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তার অভিজ্ঞতা ও সিনেমার সংখ্যা। গেল রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

তবে নতুন কোনো সিনেমা নিয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা আলোচনায় না থাকলেও দিঘী রয়েছেন পুরোপুরি লাইমলাইটে। সোশ্যাল মিডিয়াতে তার অনুসারীর সংখ্যা প্রচুর। নিয়মিতই বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দিঘী। সেখান থেকে তিনি দেখা করেছেন বাংলাদেশের নানা তারকার সঙ্গেও। যার মধ্যে রয়েছেন সংগীতশিল্পী জেমস। এছাড়াও সেখানে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন দিঘী।

এদিন লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেসে তার উপস্থিতি ছিল নজরকাড়া। কখনও একহাতে সানগ্লাস সামলে হাসছেন, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন নানা ভঙ্গিতে; যা দিঘীকে মোহময়ী করে তুলেছে।

দিঘীর এই ছবিগুলো ঘিরে তার পোস্টে বেশ প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অধিকাংশই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৬ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৫ সন্ধ্যা
এশা ০৮:৫ রাত

শুক্রবার ১ আগস্ট ২০২৫