মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান গত বছরের জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে গলা চড়িয়েছিলেন। দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পতন ঘটে স্বৈরাচারী সরকারের।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। মুঠোফোনে তিনি বলেন, ‘জুলাই বা আগস্ট যে মাসেই হোক না কেন। আন্দোলন যখনই হতো দেশের নাগরিক হিসেবে তখনই কথা বলতাম। ’
অভ্যুত্থানের একবছরে পূর্ণ হলো। দশজন সাধারণ মানুষের মতো অভিনেত্রীর প্রত্যাশা দেশের উন্নয়ন এবং সুবিধাবঞ্চিতদের অধিকার নিশ্চিত হোক। সাদিয়া আয়মানের কথায়, ‘সবাই চায় দেশের ভালো হোক। এটা প্রত্যেকটা মানুষ চাইবে। আমি তো ব্যতিক্রম কিছু চাইব না। যেটা দেশের জন্য ভালো সেটাই চাই। আমাদের সবার জন্য ভালো হোক। যাঁরা সুবিধাবঞ্চিত তাঁরা যেন ঠিকঠাক মতো সুবিধা পায়।’
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা এমন- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমার শুটিং আছে, তাই যাওয়া হবে না। এখন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আছি৷ আমি একজন অভিনেত্রী। আমার কাজ অভিনয় করা। আমি সেটাই করছি। দেশে একটা ভালো দিন সবাই হয়তো উদযাপন করবে। তবে আমি জানি না আসলে কী হবে। আমার যেহেতু শুটিং রয়েছে তাই শুটিং নিয়েই ব্যস্ত থাকব।’
সবশেষে ব্যস্ততার ফিরিস্তি দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘অনেকগুলো সিনেমার কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই সিনেমা শুটিংয়ে যাব। এই মাসে দুই-তিনটা নাটকের কাজ আছে।’ সিনেমার বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ অভিনেত্রী।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)