মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


যুক্তরাষ্ট্র থেকে ছবি প্রকাশের দুইদিন পর মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৫ আগষ্ট ২০২৫, ১৫:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গত রোববার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে শাকিব খানের সঙ্গে একান্ত মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন শবনম বুবলী। সন্তানের বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর ছবি দিয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন।

এদিকে, শাকিব- বুবলীর ছবির অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তিনি লেখেন, ‘শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগলো।’

এরপর তিনি যোগ করেন, ‘কিছু সম্পর্কের টান এমনই হয়— সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল— তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর। শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং এটি আরো বেশি শান্ত, পরিণত ও আপন হয়ে উঠেছে।’

চয়নিকা আরও বলেন, ‘‘কখনও কখনও জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়। তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।”

এ নির্মাতা বলেন, ‘শুভ কামনা তোমাদের জন্য…স্পেশালি আমাদের বীরের জন্যে। একজন বাবা এবং তাঁর মা মিলে তাঁকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। চয়নিকা মনে করছেন শাকিব বুবলী এক হয়ে গেছেন। এমনটাই জানিয়ে লিখেছেন, এবার আর কোরো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে।’

চয়নিকার পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রী বুবলী লিখেছেন, ‘আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কিভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।’

জানা গেছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।

বলে রাখা ভালো, গত ১৩ জুলাই ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। মার্কিন মুলুকের যাওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন। সেদিন সামাজিকমধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে পশ্চিমা দেশটিতে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫