বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
সুপারস্টার টেইলর সুইফট নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঘোষণা দিয়ে এ শিল্পী জানান নতুন অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল।’ অ্যালবামটি প্রকাশ পেলে এটি হবে সুইফটের ১২তম অ্যালবাম। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ১৪টি গ্রামি জেতা মার্কিন শিল্পী সুইফট চলতি বছরে তিনটি অ্যালবাম প্রকাশ করেছে। আর দ্য লাইফ অব এ শোগার্ল প্রকাশিত হলে এটি হবে বছরে তার চতুর্থ অ্যালবাম। যুক্তরাষ্ট্রের ফুটবলার ট্রাভিস কেলসে ও তার ভাই জ্যাসন কেলসের সঙ্গে এক পডকাস্টে নতুন অ্যালবামের কথা জানান সুইফট। দীর্ঘদিন ধরে ট্রাভিসের সঙ্গে প্রেম করছেন এ সংগীতশিল্পী।
নিউ হাউটস নামের পডকাস্টটির কিছু অংশ সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে। এতে সুইফটকে বলতে শোনা যায়, ‘এটি আমার নতুন অ্যালবাম, দ্য লাই অব এ শোগার্ল। ’ পুরো পডকাস্টটি গ্রিনিচ মান অনুযায়ী সময় ১১০০-তে প্রকাশ করা হবে।
টেইলর সুইফটের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, নতুন অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। নতুন অ্যালবামটি প্রি-বুক করা যাবে। ভিনাইল ভার্সনের দাম পড়বে ৩০ মার্কিন ডলান। আর ক্যাসেট ভার্সনের ২০ ডলার এবং সিডি ও পোস্টারসহ দাম পড়বে ১৩ ডলার।
রয়টার্স বলছে, টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এর মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই দশমিক ৬১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। বিলবোর্ড বলছে, এটি কোনো অ্যালবামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় স্ট্রিমিং সপ্তাহ এবং আধুনিক যুগে ভিনাইল অ্যালবামের সবচেয়ে বড় বিক্রির সপ্তাহ।
স্পোটিফাই বলেছে, ‘পোয়েট অ্যালবাম মুক্তির প্রথম সপ্তাহে ১ বিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে, যা তাদের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবাম।’
গত মে মাসে সুইফট তার প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং কিনে নেন। যার ফলে পূর্ববর্তী রেকর্ড লেবেলের সঙ্গে বিরোধের পর তিনি তার সঙ্গীতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পান। তিনি ২০১৮ সালে বিশ্বের বৃহত্তম সঙ্গীত লেবেল ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছিলেন।
৩৫ বছর বয়সি সুইফট তার দ্য এরাস ট্যুর দিয়ে সংগীতশিল্পে নতুন মাইলফলক স্থাপন করছেন। এ রেকর্ড ব্রেকিং ট্যুর প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)