সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


মারা গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১০:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মারা গেলেন ‘সুপারম্যান’ সিনেমার জনপ্রিয় খলনায়ক জেনারেল জড টেরেন্স স্ট্যাম্প। গতকাল রোববার (১৭ অগাস্ট) অভিনেতার মৃত্যুর খবরটি তাঁর পরিবার সংবাদমাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছেন, রোববার সকালে মারা গেছেন ‘সুপারম্যান’ ছবির অভিনেতা স্ট্যাম্প। অভিনেতা এবং লেখক হিসাবে তাঁর কাজ আজও অবিস্মরণীয়।

‘সুপারম্যান’ ছবির সহ-অভিনেত্রী সারা ডগলাস স্ট্যাম্পের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘টেরেন্স আমাদের ছেড়ে চলে গেছেন, ভাবতে পারছি না। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সঙ্গে এত মাস কাটানো ক্যারিয়ারের সেই শুরুর দিনগুলো মনে পড়ছে। যাঁরা তাঁর যত্ন নিয়েছিলেন তাঁদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক সমবেদনা।’

ছয় দশকের ক্যারিয়ারে অস্কার-মনোনীত এই অভিনেতা ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ প্রিসিলা’, ‘কুইন অফ দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’ এবং ‘ভালকিরি’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

১৯৩৮ সালের ২২ জুলাই পূর্ব লন্ডনের স্টেপনিতে জন্মগ্রহণ করেন স্ট্যাম্প। ১৯৬২ সালে এক নাবিকের জীবন গল্পে নির্মিত ‘বিলি বাড’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেন। এ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা সহ-অভিনেতার জন্য অস্কার এবং সেরা নবাগত অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব মনোনীত হন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫