সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


বিবাহবার্ষিকীর উপহার, বুকে মৃত শেফালির ট্যাটু আঁকলেন স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৭:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও মডেল ও বিগ বস ১৩-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া ভারতীয় তারকা শেফালি জারিওয়ালা ২৭ জুন মারা গেছেন। সে সময় তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠলেও পরে তা মিথ্যা বলে প্রমাণিত হয়। এবার প্রয়াত স্ত্রী শেফালিকে স্মরণে আবেগঘন পদক্ষেপ নিলেন পরাগ।

সম্প্রতি নিজেদের ১৫তম বিবাহবার্ষিকীতে বুকে স্ত্রীর মুখাবয়বের ট্যাটু করালেন তিনি। সেই আবেগঘন ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, শান্তভাবে বসে রয়েছেন পরাগ, আর ট্যাটু শিল্পী শেফালির মুখ আঁকছেন তার বুকের ওপর। ট্যাটু সম্পন্ন হওয়ার পর পুরো ছবি প্রকাশ করেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, “বন্ধুরা, অপেক্ষার অবসান হলো। এটাই আমার ১৫তম বিবাহবার্ষিকীর উপহার। সে সবসময় আমার হৃদয়ে আছে, আমার শরীরের প্রতিটি কোষে আছে। এখন সবাই সেটি দেখতে পাবে।”

স্ত্রীর মৃত্যুর পর থেকে পরাগ বিভিন্নভাবে তার স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন-হোক সেটা তাদের প্রিয় কুকুর সিম্বার যত্ন নেওয়া কিংবা সমাজসেবামূলক কাজ করা। সম্প্রতি তিনি ঘোষণা দেন, মেয়েদের শিক্ষার লক্ষ্যে একটি এনজিও চালু করবেন, যা ছিল শেফালির আজীবনের স্বপ্ন।

তিনি বলেন, ‘এটি পারির (শেফালি) স্বপ্ন পূরণের প্রথম ধাপ। মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চালু করছি ‘শেফালি জারিওয়ালা রিস ফাউন্ডেশন। এর মাধ্যমে শিগগিরই একটি ইউটিউব চ্যানেলও শুরু করব, যেখানে আমাদের সুন্দর জীবনের গল্প বলব এবং সেই অন্ধকার রাতের প্রকৃত ঘটনাও শেয়ার করব।’

প্রসঙ্গত, চলতি বছরের জুনে মাত্র ৪২ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেফালি জারিওয়ালা। তাকে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ২ জুলাই মুম্বাইতে তার প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সূত্র: বলিউড বাবল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫