মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘‘থ্রি ইডিয়েটস’’-এ মেজাজি অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছিলেন অচ্যুত পোতদার। সেই চরিত্রের একটি সংলাপ ‘‘আরে, কেহনা ক্যা চাহতে হো’’- আজও যেন দর্শকদের মনে গেঁথে রয়েছে। তবে দর্শক মাতানো এই অভিনেতা মারা গেছেন।
সোমবার (১৮ আগস্ট) ভারতের মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। কয়েক দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার। খবর আনন্দবাজারের
প্রথম জীবনে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না এই অভিনেতা। অভিনয়জগতে প্রবেশের আগে বেশ কিছু বছর ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। তার পর কাজ করেছিলেন ‘‘ইন্ডিয়ান অয়েল কোম্পানি’’-তেও। ১৯৮০ সালের শেষের দিকে অভিনয়যাত্রা শুরু করেন তিনি।
প্রায় ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিন্দি ছাড়াও বেশ কিছু মারাঠি সিনেমায়ও অভিনয় করেছেন। তালিকায় রয়েছে ‘‘আক্রোশ’’, ‘তেজাব’’, ‘‘পরিন্দা’’, ‘‘রাজু বন গয়া জেন্টলম্যান’’, ‘‘দিলওয়ালে’’ থেকে ‘‘দাবাং ২’’, ‘‘লগে রহো মুন্নাভাই’’, ‘‘পরিণীতা’’-সহ একগুচ্ছ সিনেমা। তবে রাজকুমার হিরানি নির্মিত ‘‘থ্রি ইডিয়টস’’ তার অভিনয়জীবনের অন্যতম মোড় ঘোরানো একটি সিনেমা।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)