মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
বহু বছর আগে স্টারডাস্ট ম্যাগাজিন-এ ছাপা হয়েছিল এক রহস্যময় খবর— বলিউড অভিনেতা আমির খান ও ব্রিটিশ সাংবাদিক জেসিকা হিন্সের একটি সন্তানের জন্ম হয়েছে। সেই গুঞ্জন সময়ের সঙ্গে মিলিয়ে গেলেও এবার সেটিকে নতুন করে উসকে দিলেন আমিরের ছোট ভাই ফয়সাল খান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফয়সাল সরাসরি অভিযোগ তোলেন, রীনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালীন সময়ে আমিরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেসিকা হিন্স। আর সেই সম্পর্কের ফলেই জন্ম নেয় এক অবৈধ সন্তান।
ফয়সালের ভাষায়, ‘আমিরের বিয়ে হয়েছিল, রীনার সঙ্গে বিচ্ছেদও হয়। তারপর ওর সম্পর্ক গড়ে ওঠে জেসিকা হিন্সের সঙ্গে। তাদের একটি অবৈধ সন্তানও আছে— যার নাম জান।’
তিনি আরও দাবি করেন, এই সময়েই আমির কিরণ রাওয়ের সঙ্গে একসঙ্গে বসবাস করছিলেন, যা অভিনেতার ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের জটিলতাকে স্পষ্ট করে তোলে।
জেসিকা হিন্স ও আমিরের সম্পর্কের গল্প
জেসিকা হিন্স ব্রিটিশ সাংবাদিক ও লেখক। নব্বই দশকের শেষ দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার সূত্রে ভারতে আসেন তিনি। ঠিক সেই সময়েই ‘ঘুলাম’ সিনেমার শুটিং চলাকালীন আমির খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।
২০০৫ সালে স্টারডাস্ট–এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দুজন কিছুদিন লিভ–ইনে ছিলেন। এ সময় জেসিকা গর্ভবতী হয়ে পড়েন। যদিও আমির তাকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ, কিন্তু জেসিকা সেই পথে যাননি। পরবর্তীতে তিনি এক সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় জান।
২০০৭ সালে জেসিকা লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। সেই সময় টাইমস অব ইন্ডিয়া–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জানকে বড় করতে ট্যালবট সবসময় সহায়ক ও সুরক্ষামূলক ভূমিকা রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
বছরের পর বছর ধরে এই গুঞ্জন মিলিয়ে গেলেও মাঝেমধ্যেই আলোচনায় ফিরে আসে আমির খান ও জেসিকার সম্পর্ক। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জানের ছবি ছড়িয়ে পড়লে অনেকে মন্তব্য করেছেন— তার চেহারায় নাকি স্পষ্টভাবে মেলে আমির খানের ছায়া। এমনকি ব্রিটিশ ভোগ–এও জানের ছবি প্রকাশিত হয়েছিল, যা নিয়ে নেটিজেনরা ফের তুলনা টানেন আমিরের সঙ্গে।
গুঞ্জন, প্রতিবেদন আর আলোচনার ঝড় বহুবার উঠলেও আমির খান কখনো প্রকাশ্যে জেসিকা হিন্স কিংবা তার সন্তানের ব্যাপারে মুখ খোলেননি। বরাবরই নীরব থেকেছেন তিনি।
তবে সম্প্রতি সেই আলোচনায় ঘি ঢেলেছেন আমির খানের ভাই ফয়সাল খান। তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাদের এক অবৈধ সন্তানও রয়েছে।
শুধু আমিরের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্যই নয়, ইনস্টাগ্রামে এক বার্তায় নিজ পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন ফয়সাল খান।
যদিও এই ঘটনায় আমির খানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফয়সাল খান মানসিকভাবে অসুস্থ। যে কারণে এসব মন্তব্য করছেন। তার চিকিৎসাও চলেছে বহুদিন যাবত।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)