মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


মালাইকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ, যে জবাব অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৮:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

৫১ তে ২১-এর আবেদন ছড়ান মালাইকা অরোরা। আট থেকে আশি বুঁদ তার সৌন্দর্যে। কিন্তু নিন্দুকেরা বারবার মনে করিয়ে দেন যথেষ্ট বয়স হয়েছে পর্দার মুন্নির। কেউ কেউ কটাক্ষ করেন ‘বুড়ি’ বলে। মন্তব্যগুলোতে মনের অবস্থা কেমন হয়? ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “অনেকেই আমাকে বলে ‘বুড়ি’! কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এসব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।”

মন্তব্যগুলো মালাইকাকে ভেতরে ভেতরে আহত করে বলে জানান অভিনেত্রী। কটাক্ষকারীদের উদ্দেশে তার বক্তব্য, “আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন। আমার তাতে কোনো অসুবিধা নেই।”

তবে মালাইকা মন খারাপের সময় পাশে পান পুত্র আরহান খানকে। তা-ই ছেলেকেই একমাত্র ভরসা মানেন তিনি। বলেন, “আমার পুত্র আমার অন্যতম ভরসা। ও সব সময় বোঝায়, ‘কে কী বলছে, তাতে কীই বা এসে গেল! তুমি কেন মন খারাপ করছ?’ পুত্রের স্বান্তনা বাক্যকে শক্তি করেই সামনে এগিয়ে যান অভিনেত্রী।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫