বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


ছোট্ট মেয়েকে ঘরে রেখে শুটিংয়ে ফিরছেন দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ১৮:৪৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর সিদ্ধান্ত নিলেন- সবার আগে মেয়ে দুয়া। মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি, সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমাও ছেড়েছিলেন। অবশেষে মেয়ে দুয়াকে কাছছাড়া করতে হবে দীপিকাকে। কেননা মা হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে আবারও কাজে ফিরছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণী নির্মাতা অ্যাটলির ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা।

এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘ প্রায় ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।

কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪৬ বিকেল
মাগরিব ০৬.৩১ সন্ধ্যা
এশা ০৭:৪৭ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫