রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
ভেনিসে বহুল আলোচিত রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর পঞ্চম সিজনের শুটিং চলাকালীন সিরিজটির সহকারী পরিচালক মারা গেছেন। মৃত ওই বক্তির নাম ডিয়েগো বোরেলা (৪৭)।
সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদপত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরের হোটেল ড্যানিয়েলিতে চিকিৎসকদের ডাকা হয়েছিল, কিন্তু তারা তাকে বাঁচাতে পারেননি।
নেটফ্লিক্সের জন্য অনুষ্ঠানটি প্রযোজনাকারী প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওর একজন মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, ‘এমিলি ইন প্যারিস' প্রযোজনা পরিবারের একজন সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত।
লা রিপাবলিকা জানিয়েছে, সহকর্মীরা যখন একটি দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বোরেলা তাদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এতে আরও বলা হয়েছে, শ্যুটিংয়ের চিকিৎসাকর্মীরা বোরেলার চিকিৎসার চেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান।
রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’ প্রথম ২০২০ সালে করোনা মহামারীর সময় পর্দায় আসে। জনপ্রিয় সিরিজটিতে লিলি কলিন্স আমেরিকান মার্কেটিং এক্সিকিউটিভ এমিলি কুপারের ভূমিকায় অভিনয় করেছেন।
সিরিজটিতে সিলভির ভূমিকায় ফিলিপাইনের লেরয়-বিউলিউ, মিন্ডির ভূমিকায় অ্যাশলে পার্ক, গ্যাব্রিয়েলের ভূমিকায় লুকাস ব্রাভো এবং আলফির ভূমিকায় লুসিয়েন ল্যাভিসকাউন্ট অভিনয় করেছেন।
জনপ্রিয় এই রোমান্টিক কমেডি সিরিজটির পঞ্চম সিজন চলতি বছরের শেষের দিকে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)