সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
কয়েকমাস হল বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার সংসার ভাঙার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। ভক্তদের জন্য বিষয়টি ছিল বিস্ময়ের, কারণ দীর্ঘ ৩৭ বছর সংসারজীবনে তারা বলিউডের অন্যতম শক্তিশালী দম্পতি হিসেবেই পরিচিত। অতীতে তাদের মধ্যে মতবিরোধের খবরে শিরোনাম হলেও, জনসমক্ষে তারা সবসময় একসাথে থেকেছেন।
গোবিন্দ দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন তাদের কন্যা টিনা আহুজা। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা স্পষ্টভাবে জানান—এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
টিনা বলেন, ‘মা-বাবাকে নিয়ে কয়েকদিন হল যা শুনছেন, সবই গুজব। আমি এসবের দিকে কোনো মনোযোগ দিই না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ, আমার একটি সুন্দর পরিবার আছে। মিডিয়া, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, উদ্বেগ আর সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
গত কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা ছড়ায়, বিশেষ করে সুনীতা আহুজা একটি আবেগঘন ভ্লগ শেয়ার করার পর। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে বলে গুঞ্জন শুরু হয়। এমনকি গোবিন্দ ও সুনীতা আলাদা থাকছেন বলে দাবি ওঠে। আরও জটিলতা তৈরি হয় যখন কিছু রিপোর্টে বলা হয়, টিনা নিজেই মুম্বাই ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
এদিকে, গোবিন্দর ম্যানেজার আগেই জানান, সুনীতা কয়েক মাস আগে ডিভোর্স পিটিশন দাখিল করেছিলেন। তবে পরবর্তীতে দু’জনেই সম্পর্ক আরেকবার গড়ে তোলার সিদ্ধান্ত নেন।
এখন পর্যন্ত গোবিন্দ বা সুনীতা সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে টিনার বক্তব্য ও পারিবারিক উৎসবের প্রস্তুতি দেখে বোঝাই যাচ্ছে, অন্তত আপাতত বিবাহবিচ্ছেদের গুঞ্জনে ইতি টানা হলো। সূত্র: বলিউড হাঙ্গামা।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)