বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২


গোপনে অভিনেত্রীকে চুমু অজয়ের, জানতে পেরে যা করেন কাজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৭ আগষ্ট ২০২৫, ১০:২৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অজয় দেবগন ও কাজল। কিন্তু অন্য অভিনেত্রীকে অজয় চুম্বন করেছেন, জানতে পেরে হিংসায় জ্বলেছিলেন কাজল। সম্প্রতি তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একটি মজার ঘটনা ভাগ করে নেন কাজল। জানান, একটি ছবিতে অজয়ের চুম্বন দৃশ্য ছিল। সেই ছবির আবার সহ-প্রযোজনায় ছিলেন কাজল নিজেই। কিন্তু চুম্বনের দৃশ্যের কথা নাকি গোপন করে যান অজয়। চুম্বন দৃশ্য করে আসার পরে কাজলকে ঘটনাটি জানান এবং আগেভাগেই ক্ষমা চেয়ে নেন। এই খবর শুনে হিংসায় রেগে আগুন হয়ে যান কাজল।

কাজল বলেন, ‘চুম্বনের কথা অজয় আমাকে বলেইনি। অনুমতি নেওয়ার আগেই ও আমার কাছে ক্ষমা চেয়ে বলে, “আমি করে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত।”’

রসিকতার ছলে ঘটনার বিবরণ শেয়ার করেন কাজল। এরপর কাজল বলেন, ‘আমি বন্দুক বের করি এই দৃশ্য দেখার পরে।’

সাধারণত পান থেকে চুন খসলেই রাগে দ্রুত উত্তেজিত হন এবং চিৎকার চেঁচামেচি করার আগে দুইবার ভাবেন না কাজল- এমনটিও জানান।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। ২৫ বছর পেরিয়ে গেলেও তাদের দাম্পত্য আজও শক্তিশালী। সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমরা একে অপর থেকে অনেকটা আলাদা। তাই আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সুখী দাম্পত্যের জন্য কখনও ভুলে যাওয়ার ক্ষমতা থাকতে হবে, আর মাঝে মাঝে কানে কম শুনতে হয়।

ডিএম/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৫ সন্ধ্যা
এশা ০৭:৪০ রাত

বুধবার ২৭ আগস্ট ২০২৫