বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২


বিজয়ের কর্মীকে মারধরের অভিযোগ, অভিনেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৭ আগষ্ট ২০২৫, ১৪:০৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপাস্টার অভিনেতা বিজয় থালাপতি সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন। রাজনীতিতে নামতে না নামতেই আইনে বিপাকে পড়ছেন অভিনেতা। গতকাল ২১ আগস্ট মাদুরাইয়ে অনুষ্ঠিত হয়েছে অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)-এর মহাসমাবেশ।

সমাবেশে এক সমর্থক বিজয়ের কাছে আসতে চেষ্টা করলে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অভিনেতার দেহরক্ষীরা। দেহরক্ষীর ধাক্কায় পড়ে গিয়ে বুকে আঘাত পেয়েছেন বলে অভিযোগ শরৎকুমার নামের এক সমর্থকের।

বিজয় থালাপতির সমাবেশে প্রাণ গেল যুবকের
শরৎকুমার পেরামবালুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের নথিতে তিনি উল্লেখ করেছেন, টিভিকে প্রধান বিজয়ের দেহরক্ষীরা তাঁকে মারধর করেছে। এ মামলার অভিযোগে বিজয়সহ মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ২০ অগস্ট মাদুরাই দ্বিতীয় রাজ্য সম্মেলন ছিল। যেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন ২০২৬ সালে তামিল নাড়ুর মাদুরাই দক্ষিণ থেকে তিনি তাঁর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনীতিতে নামার আগেই ছবির কাজ শেষ করেছেন। তিনি জানিয়েছেন, আগামী কয়েক বছর নতুন কোনো ছবিতেও অভিনয় করবেন না।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই সমাবেশকে ধরা হচ্ছে রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে টিভিকে’র প্রতিষ্ঠার বড় পদক্ষেপ।

'ফ্যাসিবাদী' বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের
অভিনেতাকে শেষবার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে দেখা গিয়েছিল। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে বিজয় অভিনীত ‘জন নায়াগন’ সিনেমা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৫ সন্ধ্যা
এশা ০৭:৪০ রাত

বুধবার ২৭ আগস্ট ২০২৫