শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
এই মুহূর্তে ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা আল্লু অর্জুন। যদিও ‘পুষ্পা টু’ মুক্তির পর একের পর এক ঝড় বয়ে গেছে এই দক্ষিণী সুপারস্টারের ওপর দিয়ে। জেলেও এক রাত কাটাতে হয়েছিল অভিনেতাকে। সব ভুলে এরপর নতুন সিনেমা নিয়ে শুরু করেন তার কর্মব্যস্ততা। এমন সময়ে দুঃসংবাদ পেয়ে বসলেন এই নায়ক।
দুঃসংবাদটি হলো, এবার খুব কাছের মানুষকে হারালেন অভিনেতা; মারা গেছেন তার ঠাকুমা আল্লু কনকারত্নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। আর এ খবরেই শোকস্তব্ধ আল্লু অর্জুন।
এই মুহূর্তে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তার আগামী ছবির শুটিং করছেন আল্লু। কিন্তু এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে অভিনেতা ফিরে গেলেন হায়দেরাবাদ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে; একেবারে থমথমে অবস্থায় দেখা যায় তাকে।
অল্লু অর্জুনের মতোই এই মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভাই অভিনেতা প্রযোজক রাম চরণও। খবর পেয়েই তিনিও হায়দেরাবাদে রওনা দিয়েছেন। পরিবার ঘিরে এখন গভীর শোকের ছায়া।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)