রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
বলিউডের পরিচিত মুখ এশা দেওলের প্রাক্তন স্বামী ভরত তখতানি এবার নিজেকে নতুন প্রেমের আয়োজনে হারিয়েছেন। স্ত্রী ও দুই সন্তানকে পেছনে ফেলে সম্প্রতি ইনস্টাগ্রামে মেঘনা লাখানি তালরেজার সঙ্গে ছবি শেয়ার করেছেন ভরত।
ছবিতে হাসিমুখে একসঙ্গে পোজ দিয়েছেন দুজন। ক্যাপশনে লেখা- ‘আমার পরিবারে স্বাগত’ সঙ্গে একটি রেড হার্ট ইমোজি।
প্রেমিক যুগলের এই ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মেঘনা নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের যাত্রা এখান থেকে শুরু’। এ যেন স্পষ্ট বার্তা যে ভরত–মেঘনার নতুন প্রেমচর্চা শুরু হয়েছে।
ভরত তখতানি এবং এষা দেওলের বিচ্ছেদের পর থেকেই বলিউডের অনুরাগীদের মধ্যে তাদের ব্যক্তিগত জীবনের প্রতি কৌতূহল বেড়েছে। তবে এ ধরনের নতুন সম্পর্কের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
কিন্তু মেঘনা লাখানি তালরেজা কে? তার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, মেঘনা একজন সফল উদ্যোক্তা। তিনি ‘ওয়ান মডার্ন ওয়ার্ল্ড’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা, যা পরিবেশগত পরিষেবা প্রদান করে এবং ইউনাইটেড আরব এমিরেটসে কার্যক্রম চালায়। সংস্থাটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মেঘনার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা। এছাড়াও তিনি MLT এবং Optas.app নামে আরও দুটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশের পর অনেক নেটিজেন মন্তব্য করেছেন, কেউ বলেছেন- ‘ভরত নতুন প্রেমে পড়েছেন, অভিনন্দন!’, কেউ আবার বলেছেন, ‘স্ত্রী ও সন্তানকে ছেড়ে নতুন সম্পর্ক, কেমন তীব্র পরিবর্তন!’। এই ধরনের চটকদার খবর বলিউডে অনিয়মিত হলেও মানুষের কৌতূহল বজায় রাখে।
বলিউড পত্রিকা সূত্র জানিয়েছে, ভরত ও মেঘনার এই সম্পর্কের ছবি প্রকাশ হওয়ার পর ভক্তরা নতুনভাবে তাদের প্রেমের যাত্রা অনুসরণ করছেন। আগামীদিনে তারা কি একসঙ্গে রেড কার্পেটে দেখা দেবেন? তা দেখার বিষয়।
এভাবে বলিউডের ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ার মিলন নতুন চটকদার খবরের জন্ম দিচ্ছে, যা মুহূর্তেই ভাইরাল হয়। ভরত–মেঘনার এই নতুন সম্পর্কের খবর তাত্ক্ষণিকভাবে সবাইকে বিস্মিত করেছে।
ডিএস/রিয়া
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)