মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২


বিচ্ছেদের পথে সংগীতশিল্পী মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের ব্যক্তিগত জীবনে নেমেছে অস্থিরতার ছায়া। হঠাৎ করেই সামনে এসেছে গায়িকার দাম্পত্য জীবনের টানাপোড়েনের খবর। মোনালি ও তাঁর স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরেই দূরত্ব বাড়ছিল, যা এখন বিচ্ছেদের দিকে গড়াচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। মোনালি ইতোমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি। ভারতীয় সংবাদমাধ্যমে গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত বছর মোনালির মায়ের মৃত্যুর পর থেকেই দুইজনের মধ্যে সম্পর্কের চির ধরে। তখন থেকেই তাঁদের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল।

২০১৭ সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, পরে গোপনে বিয়ে। ২০২০ সালে করোনাকালে ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি।

তিনি জানিয়েছিলেন, তিন বছর আগেই সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারকে বিয়ে করেছেন তিনি। কয়েক বছরের ব্যবধানে মোনালি ও মাইকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫