সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২


আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৯

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হিংসা করেন আরেক অভিনেত্রী আলিয়া ভাট।—এমন অভিযোগ দীপিকার ভক্ত-অনুরাগীদের।

নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া। সেই সংস্থার একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে গত শুক্রবার। তারপরেই দীপিকার অনুরাগীরা কটাক্ষ ছুড়ে দেন আলিয়ার দিকে।

একটি ডেনিম ব্র্যান্ডের মুখ ছিলেন দীপিকা পাড়ুকোন। বেশ কিছু বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। সেই বিজ্ঞাপনগুলো বেশ সাড়া ফেলে দিয়েছে। ভক্ত-অনুরাগীরা মনে করতেন, এই ডেনিম প্যান্টগুলো যেন দীপিকার জন্যই তৈরি হয়েছে। এবার সেই আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ আলিয়া ভাট।

শুক্রবার তাকে সেই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট ও জ্যাকেটে দেখা গেছে। কেন দীপিকার জায়গায় আলিয়া? প্রশ্ন তুলছেন ‘পিকু’ অভিনেত্রীর অনুরাগীরা।

দীপিকার ভক্ত-অনুরাগীদের দাবি, তাকে বরাবর হিংসা করেন আলিয়া ভাট।

দীপিকা যা-ই করেন, তাই নাকি নকল করেন আলিয়া। তাই এ ব্র্যান্ডের মুখ হিসাবে আলিয়াকে দেখে আবার সেই প্রশ্ন তুললেন তারা।

দীপিকার এক অনুরাগী ‘জিগরা’ অভিনেত্রীর উদ্দেশে লিখেছেন— আপনি দীপিকার থেকে সব কেড়ে নেন। আরেক নেটিজেন লিখেছেন—ডেনিম ব্র্যান্ডে একেবারেই মানানসই নন আলিয়া। আবার দীপিকাকে ফিরিয়ে আনুন।

আরেক নেটিজেন লিখেছেন—আলিয়া ভাটের সব চাই। এত খিদে আর হিংসা কারও মধ্যে দেখিনি। সব জায়গায় ওকে ঢুকতেই হবে। দীপিকা যা করবে, ওকেও তাই করতে হবে। সব বিজ্ঞাপনে আলিয়ার মুখ দেখে দেখে আমরা ক্লান্ত। তবে এ নিয়ে আলিয়া কিংবা দীপিকা— কেউ-ই মুখ খোলেননি।

উল্লেখ্য, আলিয়া ভাটকে শেষ দেখা গেছে ‘জিগরা’ সিনেমায়। খুব শিগগির তাকে দেখা যাবে ‘আলফা’ সিনেমাতেও। এ ছাড়া তার হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। অন্যদিকে দীপিকাকে শেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৬ ভোর
যোহর ১২:৫৭ দুপুর
আছর ০৪:২৫ বিকেল
মাগরিব ০৬.১৩ সন্ধ্যা
এশা ০৭:২৭ রাত

সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫