মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২


নিরাপত্তা বাড়ল সালমান খানের

ফের হামলার আশঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১০

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ওয়াই প্লাস নিরাপত্তা নেওয়ার পরও সালমান খানের ওপর হামলার আশঙ্কা পিছু ছাড়ছে না। তার প্রভাব পড়ল বিগ বসে। এ রিয়েলিটি শোয়ে ভাইজানের সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ ছিল। নিরাপত্তার কথা ভেবে সেটি বন্ধ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী, শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘গত আড়াই বছর সালমান খানের ওপর যেভাবে প্রাণনাশের হুমকি এসেছে তাতে আমরা তার নিরাপত্তা বাড়াতে তৎপর হয়েছি। এমনকি এখন ভক্তদের সঙ্গে তার সরাসরি দেখা করার সুবিধাও বন্ধ করেছি। শোয়ে আসা সবার সঙ্গে, শুটিং ফ্লোরের সবার প্রতিও নজরদারি রাখা হচ্ছে। আমরা সালমানের নিরাপত্তায় কোনো আপোষ করতে চাই না।’

এদিকে নিরাপত্তার জন্য কী না করছেন সালমান। নিজের বাড়ির সামনে বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। বাইরে গেলে রক্ষীরা ঘিরে থাকেন। এরপরও গেল বছর কেনেন বুলেটপ্রুফ গাড়ি। এবার বিগ বসের ঘরেও বাড়ানো হলো নিরাপত্তা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬