বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২


ছাত্রাবস্থায় কেমন ছিলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউডের বাদশা শাহরুখ খান। শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন অনন্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ কাশ্যপ জানান, তারকা হওয়ার আগেও ছাত্রজীবনে বেশ জনপ্রিয় ছিলেন শাহরুখ। সেই সময়ের স্মৃতিচারণায় তিনি তুলে ধরেন এক ভিন্ন শাহরুখকে।

দিল্লির হংসরাজ কলেজের ছাত্র ছিলেন অনুরাগ। একই কলেজে তার সিনিয়র ছিলেন শাহরুখ। পরিচালক জানান, ১৯৯২ সালে শাহরুখের প্রথম ছবি 'দিওয়ানা' মুক্তি পাওয়ার পর কলেজের সব ছাত্র-ছাত্রীরা মিলে পুরো একটি সিনেমা হল বুক করে ছবিটি দেখতে যান।

ছবির সেই উন্মাদনার কথা মনে করে অনুরাগ বলেন, ‘অম্বা সিনেমাহলে ছবিটি দেখতে গিয়েছিলাম আমরা। শাহরুখের এন্ট্রির সময় দর্শকরা এতটাই উচ্ছ্বসিত হয়েছিল যে একটিও সংলাপ শোনা যাচ্ছিল না। নিজের কলেজের এক ছাত্রের এমন সাফল্য দেখে পুরো কলেজ আবেগাপ্লুত হয়ে গিয়েছিল।’

অনুরাগ আরও বলেন, ‘আমি অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। কলেজে পড়ার সময় পান চিবোতে চিবোতে তার 'শাহেনশা' দেখতে গিয়েছিলাম। পরে শাহরুখের ছবি দেখতে গিয়েও একই অনুভূতি হয়। আমি তার ভক্ত হয়ে যাই।’

তিনি জানান, শাহরুখ শুধু যে অভিনয়েই সেরা ছিলেন তা নয়, ছাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তার দক্ষতা ছিল অসাধারণ। বাস্কেটবল থেকে হকি—সব কিছুতেই তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:১৮ বিকেল
মাগরিব ০৬.০৪ সন্ধ্যা
এশা ০৭:১৭ রাত

বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫