মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২


সানসিল্ক-এর আমন্ত্রণে ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় পা রাখবেন শিগগিরই। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এ তারকা অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর থেকে একে একে মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম–এর মতো আলোচিত নাটক ও ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস—সব চরিত্রেই সহজভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

বাংলাদেশেও তার অভিনীত নাটক সমান জনপ্রিয়। বিশেষ করে তরুণীরা তার ফ্যাশন, স্টাইল ও ব্যক্তিত্ব অনুসরণ করে থাকেন। তার স্বতঃস্ফূর্ত হাসি ও মায়াবী উপস্থিতি তাকে হাজারো ভক্তের কাছে প্রিয় করে তুলেছে।

হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যাতে ভিটামিন সি ও ই’র সমন্বয়ে চুলে ঝলমলে গ্লাস শাইন এনে দেয়। এই উপলক্ষকে ঘিরেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করবেন হানিয়া।

ঢাকায় অবস্থানকালে সানসিল্কের বিভিন্ন কর্মসূচি ও বিশেষ আয়োজনেও অংশ নেবেন তিনি। ভক্তদের জন্য থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমকও।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫