সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
ফাইল ছবি
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ব্লকবাস্টার ছবি ‘রাউডি রাঠোর’ আজও দর্শক মহলে দারুণ জনপ্রিয়। বিশেষ করে পুলিশ অফিসারের চরিত্রে অক্ষয়ের আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ এখনও সবার মুখে ফেরে। দীর্ঘদিন পর সেই ছবিরই সিক্যুয়েল আসার গুঞ্জন এবার বেশ জোরালো হচ্ছে, তবে বড় চমক হলো দ্বিতীয় ভাগে থাকছেন না খিলাড়ি কুমার।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই সিক্যুয়েলটি প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু বলিউডের অন্দরে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। বর্তমানে বনশালি অবশ্য ব্যস্ত তার নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়, সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান বিগত তিন বছর ধরে ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ‘রাউডি রাঠোর ২’ পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতে এই ছবির শুটিং শুরু হবে। তবে সবচেয়ে কৌতূহলের বিষয় হলো, প্রথম ছবির মতো অক্ষয় কুমার নয়, বরং তার জায়গায় নতুন কোনো তারকাকে প্রধান চরিত্রে ভাবছে ছবির টিম।
প্রথমে নাকি এই চরিত্রে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও, তিনি এই ছবিতে অভিনয় করছেন না। অন্যদিকে, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল বলছে, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় অভিনেতার শূন্যস্থান পূরণে নতুন কোনো ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ ছবিটি ছিল ২০০৬ সালে এস এস রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিবম ‘শিবা’ ভরদ্বাজ – এই দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অক্ষয় কুমার। তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)