মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


আম্বানির ছেলের বিয়েতে নাচতে কত পারিশ্রমিক নেবেন রণবীর-আলিয়া?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৮

ফাইল ছবি

ফাইল ছবি

আম্বানিদের সঙ্গে কাপুর পরিবারের বেশ সুসম্পর্ক। মুকেশ-নীতার যেকোনো অনুষ্ঠানেই রণবীর-আলিয়ার দেখা মেলে। পূজা হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, একেবারে পরিবারের সদস্যদের মতোই মেতে ওঠেন তারা। এবার শোনা গেল, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও দ্যুতি ছড়াবেন বিটাউনের এই ‘পাওয়ার কাপল’।

গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের প্রাইভেট বিমানবন্দরে দেখা গিয়েছিল রণবীর-আলিয়াকে। সঙ্গে ছিল মেয়ে রাহাও। বাবার কোলে চড়ে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় কাপুরদের রাজকন্যাকে। কিন্তু রণবীর-আলিয়ার গন্তব্য নিয়ে তখন দ্বিধা ছিল। এবার জানা গেল, আম্বানিদের গুজরাটের জামনগরের বাড়িতে গিয়েছেন তারকা দম্পতি। সেখানেই অনন্ত-রাধিকার বিয়ের জন্য জোরকদমে নাচ প্র্যাকটিস করছেন রণবীর ও আলিয়া।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী মার্চে। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। ভেন্যু জামনগরের রিয়ালেন্স গ্রিনস। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইতে জমকালো অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত-রাধিকা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। আর সেই জমকালো বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়েই নাচবেন রণবীর-আলিয়া।

সেই জন্য এক মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছেন তারকা দম্পতি। আম্বানিদের জামনগরের বাড়ি থেকে তাদের ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের কৌতূহল, এর জন্য কত টাকা পারিশ্রমিক নেবেন রণবীর-আলিয়া? যদিও এ প্রসঙ্গে কোনো যথাযথ অঙ্কের কথা জানা যায়নি। তবে বলিউড সূত্রে খবর, লাখ লাখ টাকা নিচ্ছেন তারা।

বলিউড সাম্রাজ্যের বর্তমান ‘কিং অ্যান্ড কুইন’ নিঃসন্দেহে রণবীর-আলিয়া। তারকা দম্পতির গতিবিধি সর্বদাই লাইমলাইটে। আজ ফিল্মফেয়ারে জোড়া ধামাকা দিচ্ছেন তো কাল যুগলে রামমন্দিরে যাচ্ছেন। বিটাউনের ‘পাওয়ার কাপল’ বললেই এখন কাপুর দম্পতির কথাই বলেন অনুরাগীরা। এবার আরও এক চমক দিতে চলেছেন তারা। আম্বানিদের ছোট ছেলের বিয়েতে নেচে আসর মাতাবেন তারা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫