শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ১৫:২৮

ফাইল ছবি

ফাইল ছবি

রাতের ঠিক কোন সময়ে আলোটা পুরো ঘরে সমানভাবে পড়ে, সেটা অনেকেরই জানা নেই। কিন্তু মোশাররফ করিম সেটাই বুঝলেন এক অভিনব চরিত্রে অভিনয় করতে গিয়ে। দীর্ঘদিনের আনন্দ-হাসির অভিনেতা এবার দাঁড়ালেন একাকী মঞ্চের সামনে- স্ট্যান্ডআপ কমেডিয়ান হয়ে।

শরাফ আহমেদ জীবনের নতুন ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’-এ এমন এক মানুষকে দেখা যাবে, যিনি জীবনের মাঝবয়সি ঝড়ঝাপটা, ছোট ছোট হতাশা আর অগোচরে জমে থাকা ক্লান্তিকে হাসির মোড়কে তুলে ধরেন। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত। শিগগিরই চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

এ নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন গণমাধ্যমে বলেন, মানুষের জীবনে সব আলো সবসময় কাজে দেয় নাকখনো তীব্র আলোতে কিছুই দেখা যায় না, আবার অন্ধকারে তো আরও নয়। তাই তিনি বেছে নিয়েছেন ‘ডিমলাইট’—মৃদু আলো, যেখানে লুকিয়ে থাকা সমস্যাগুলোও চোখে পড়ে। দর্শককে সেই আলোয় দাঁড়িয়ে নিজের জীবন দেখতে শেখাতেই এই গল্প।

মোশাররফ করিমও গল্পটিকে দেখেছেন নিজের মতো করে। তার চোখে, জীবনে আসলে এক এক করে যোগ হতে থাকে নানা আবরণ, টাকার হিসাব, বাচ্চার স্কুলের খরচ, বাজার-সদাই, সকাল-বিকেলের তাড়াহুড়া। সেই আবরণের ভিড়ে হারিয়ে যায় সম্পর্কের কোমলতা। কোথাও থাকে না ফুল, থাকে না ফুলের ঘ্রাণ; শুধু দায়িত্ব আর নিয়মের ঠাসবুনন। এই চরিত্রের মধ্য দিয়ে সে হারিয়ে যাওয়া ঘ্রাণ খুঁজে পেতে চান তিনি।

ডিমলাইট’-এ মোশাররফ করিমের সঙ্গে আছেন তানজিকা আমিন, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবনসহ আরও কয়েকজন শিল্পী।

মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা এটি। এর আগে প্রকল্পটি উপহার দিয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ এবং ‘৩৬-২৪-৩৬’।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫