শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২


আইটেম গানে কোমর দোলাতে কোন নায়িকা কত পারিশ্রমিক নেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২০ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭

ফাইল ছবি

ফাইল ছবি

কখনও কখনও সিনেমার গল্পকে ছাপিয়ে যায় কয়েক মিনিটের আইটেম গান। সুরের মায়াজালের সঙ্গে বাদ্যযন্ত্রের তাল আর লাস্যময়ী অভিনেত্রীদের কোমরের ঝলকানি প্রেক্ষাগৃহে উত্তাপ সৃষ্টি করে। তাই নির্মাতারাও এখন ভরসা রাখছেন গ্ল্যামারাস নায়িকাদের ওপর। তবে কয়েক মিনিটের নাচের পেছনে রয়েছে কোটি কোটি টাকার খেলা।

নোরা ফাতেহির থেকে শুরু করে তামান্না ভাটিয়া, রাশমিকা মান্দানা কিংবা আইটেম কুইন মালাইকা আরোরা একটি গানে কোমর দোলাতে যে পারিশ্রমিক নেন, তা অনেক অভিনেত্রীর পুরো সিনেমার পারিশ্রমিককেও হার মানায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে কোন নায়িকার পারিশ্রমিক কত।

আইটেম গানের প্রসঙ্গে উঠলে প্রথমেই আসে তামান্না ভাটিয়ার নাম। ‘কাভালা’, ‘আজ কি রাত’, ‘গফুর’ একগুচ্ছ হিট আইটেম গান রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ওটিটিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এরগফুরগানটির জন্যকোটি টাকা পারিশ্রমিক নিয়েছেনদক্ষিণী অভিনেত্রী।

বয়স যে একটি সংখ্যা মাত্র তা প্রমাণ করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরামাস দুই আগে ৫২ বছরের পা রেখেছেন অভিনেত্রী। তবুও আইটেম গানে সব নির্মাতার পছন্দের তালিকায় সবার ওপরে তিনি। সম্প্রতি রাশমিকা মান্দানার সঙ্গে ‘পয়জন বেবি’ গানে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। মালাইকার কথা বললে এখনও অনেকেরই মনে পড়ে যায়দিল সেছবিরছইয়া ছইয়াগানের কথা। চলন্ত ট্রেনের ওপর শাহরুখ খানের সঙ্গে মালাইকার নাচে মুগ্ধ হয়েছিলেন দর্শকএকটি গানের জন্যকোটি টাকা পারিশ্রমিক নেন।

এক দশকের অভিনয় জীবনে ২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন নোরা ফাতেহিতবে দর্শকমহলে নাচের জন্যই বেশি জনপ্রিয়। ‘নাচ মেরি রানি’, ‘মানিকে মাগে হিতে’, ‘দিলবার’, ‘গর্মি’ গান তাঁকে তারকা খ্যাতি এনে দিয়েছে। অভিনেত্রী যেখানে হাত সেখানে স্বর্ণ ফলে। তার প্রায় প্রতিটি গান সুপারহিট। জনপ্রিয়তাকে পুঁজি করে একটি আইটেম গানে নাচার জন্য ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা।

নায়িকা হিসেবে ক্যারিয়ারে সফলতা না পেলেও নাচের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘মুঝে তো তেরি লট লগ গায়ে’, ‘ইম্মি ইম্মি’, ‘এক দো তিন’, ‘পানি পানি’ ছাড়াও বহু জনপ্রিয় গানে নজর কেড়েছে তাঁর নাচ। প্রতি গানে নাচের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন এ অভিনেত্রী।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁর কয়েকটি আইটেম নাচ আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল। এরমধ্যে ‘শীলা কি জওয়ানি’ ও ‘চিকনি চমেলি’ অন্যতম। শোনা যায়, গান প্রতি ৫০ লক্ষ থেকে ৩ কোটির মধ্যে পারিশ্রমিক নিয়েছেন ক্যাটরিনা।

বলিউডের ‘বেবো’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর খান আইটেম গানে অপ্রতিদ্বন্দ্বী। ‘ফেভিকল সে’, ‘দিল মেরা মুফত কা’ কিংবা ‘বেবো ম্যায় বেবো’র মতো অসংখ্য সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। অনুরাগীদের মতে, করিনা তাঁর কেবল অভিব্যক্তিতেই নাচের অর্ধেক সাফল্য এনে দেন। জানা যায়, ‘হিরোইন’ সিনেমার জনপ্রিয় গান ‘হলকট জওয়ানি’তে কোমর দোলাতে তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

বলিউড জয় করে প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল তারকা। তবে তাঁর আইটেম গানের মায়া কাটেনি দর্শকদের। ‘রাম চাহে লীলা চাহে’, ‘বাবলি বদমাশ হুই’ গানের দুর্ধর্ষ নাচের মুদ্রা আজও দর্শকের চোখে ভাসে। হলিউড পাড়ি দেওয়ার আগে প্রতিটি আইটেম গানের জন্য তিনি প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক দাবি করতেন।

এতদিন দর্শকমনে সামান্থা রুথ প্রভুর পরিচিতি ছিল ‘পাশের বাড়ির শান্ত মেয়ে’ হিসেবে। তবে ব্লকবাস্টার ‘পুষ্পা’ সিনেমাতে ‘উ অন্তভা’ গান মুক্তির পর সেই ভাবমূর্তি এক নিমেষে ভেঙে চুরমার করে দেয়। তাঁর লাস্যময়ী রূপ আর শরীরী হিল্লোলে কুপোকাত হয়েছে অনুরাগীরা। মাত্র কয়েক মিনিটের নাচের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে ইতিহাস গড়েছিলেন এ দক্ষিণী অভিনেত্রী।

আইটেম গানের কথা বললে সানি লিওনের নাম আসা অনিবার্য। ‘বেবি ডল’, ‘পিঙ্ক লিপস’ কিংবা ‘লায়লা’-এর মতো সফল আইটেম গানের মাধ্যমেই তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তথ্যমতে, প্রতিটি আইটেম গানে নাচার জন্য সানি দেড় কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

শনিবার ২০ ডিসেম্বর ২০২৫