মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২


‘চেয়েছিলাম বিয়েটা যেন টিকে যায়’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে চাপা পড়ে থাকা অনেক যন্ত্রণার কথা মাঝেমধ্যেই সামনে আসে। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মালাইকা আরোরা ও আরবাজ খান। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। আরবাজ আবারও সংসার পেতেছেন, বাবাও হয়েছেন।

তবে মালাইকা একাকী জীবন কাটালেও ব্যক্তিগত অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবার মুখ খুললেন তার ফেলে আসা দিনগুলো নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, কম বয়সে বিয়ের পিঁড়িতে বসা এবং পরবর্তীতে সেই সংসার টিকিয়ে রাখার লড়াইটা মোটেও সহজ ছিল না তার জন্য।

মালাইকা বলেন, ‘আমি চেয়েছিলাম আমার বিয়েটা যেন সারাজীবন টিকে যায়। কিন্তু সেটা হয়নি। তবে এর মানে এই নয় যে, আমি ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। কারণ জীবনে যা হওয়ার ছিল, তা-ই ঘটেছে। কোনো কিছুই আসলে পরিকল্পনা মেনে হয় না।’

এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে মালাইকা এবার তুলে ধরেছেন পর্দার ওপারের কিছু কঠিন বাস্তবতা। তার দাবি, বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছুই তাকে সহ্য করতে হয়েছে।

এমনকি তার নিজের অনেক ব্যক্তিগত সিদ্ধান্তে অন্যদের হস্তক্ষেপ থাকতো। শ্বশুরবাড়ির লোকেদের খবরদারির কারণে অনেক সময় জোর করে অনেক সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া হতো বলেও আভাস দেন তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫