বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২


‘কফি হাউস’-এর সেই আড্ডার ছোঁয়া এবার সিনেমায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দে-র এই একটি গানটি যেন এখনও আবেগ ও নস্টালজিয়াকে আগলে রেখেছে। গানের কথায় উঠে আসা সেই সাত বন্ধু অমল, নিখিলেশ, মৈদুল কিংবা সুজাতা। এবার গানের সুর পেরিয়ে ধরা দেবেন সিনেমার পর্দায়।

জেনি সরকার ও দীপায়ন মণ্ডলের যৌথ পরিচালনায় কলকাতায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কফি হাউস’। সিনেমাটিতে গানের জনপ্রিয় চরিত্রগুলোকে নতুন আবহে তুলে ধরা হয়েছে। এতে রমার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সুজাতা চরিত্রে দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে।

এ ছাড়া ডি’সুজা চরিত্রে শুভ্র সৌরভ দাস, মৈদুলের ভূমিকায় রজ্জাক হোসেন, নিখিলেশের চরিত্রে পবন আগারওয়াল এবং অমলের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস ঘোষ। কেবল আড্ডার গল্প নয়, এই সিনেমাটি মূলত একটি সাসপেন্স ড্রামা।

গল্পের শুরু হয় বর্তমান সময়ে উত্তরবঙ্গের একটি চা বাগান থেকে। সেখান থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বয়স্কা সুজাতা। তার খোঁজে নেমে নাতনি খুঁজে পান এক পুরনো ডায়েরি। সেই ডায়েরির পাতা উল্টে গল্প ফিরে যায় গত শতাব্দীর আটের দশকের কলকাতায়।

অতীতের সেই রহস্য সমাধান করতে গিয়ে নাতনিকে পড়তে হয় নানা প্রতিকূলতায়। কেন সেই রহস্য এবং কী ছিল তাদের সেই আড্ডার আড়ালে— তা নিয়েই এগোবে সিনেমার কাহিনী। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫