শনিবার, ৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২


হোটেলের ১৫ তলায় মিলল হলিউড তারকার মেয়ের মরদেহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৩ জানুয়ারী ২০২৬, ১২:১০

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বছরের শুরুতেই শোকের ছায়া হলিউডে। বিশ্বখ্যাত অভিনেতা টমি লি জোন্সের ৩৪ বছর বয়সী মেয়ে ভিক্টোরিয়া জোন্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সান ফ্রান্সিসকোর একটি অভিজাত হোটেলের ১৫ তলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাত ৩টার দিকে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টোরিয়া। পরে হোটেলকর্মীরা এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডাকেন। এরপর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই হোটেলে তিনি আদৌ অতিথি হিসেবে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে ভিক্টোরিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। তবে ‘পিপল’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে নতুন তথ্য উঠে এসেছে। এক অডিও বার্তার বরাতে তারা জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। যদিও পূর্ণ তদন্ত প্রতিবেদন ছাড়া বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ভিক্টোরিয়া জোন্স ছিলেন টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান। বাবার পথ ধরে অভিনয়ের আঙিনাতেও পা রেখেছিলেন তিনি। ‘মেন ইন ব্ল্যাক টু’, ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’ এবং জনপ্রিয় সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

এদিকে ৭৯ বছর বয়সী অস্কারজয়ী অভিনেতা টমি লি জোন্স মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

শনিবার ৩ জানুয়ারী ২০২৬