রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২


তাহসান-রোজার সংসার ভাঙছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১০ জানুয়ারী ২০২৬, ১৯:০৫

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর এলো। বিষয়টি গণমাধ্যমকে তাহসান নিজেই নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন গুঞ্জন চলার পর বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে না চাইলেও উদ্ভূত পরিস্থিতির কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি।

তাহসান বলেন, খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মূলত বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুয়া খবর নজরে আসায় তিনি সত্যটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘ এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর তারা সুখেই আছেন বলে ধারণা করা হলেও মাত্র কয়েক মাসের মাথায় তাদের দূরত্ব তৈরি হয়।

এদিকে, বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানতে তাহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৬ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৫ বিকেল
মাগরিব ৫:৩০ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

রবিবার ১১ জানুয়ারী ২০২৬