মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারী ২০২৪, ০০:১০

ফাইল ছবি

ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত ফারিয়া। একদিন পর কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন নায়িকা। তবে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে পারেন তিনি। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ফারিয়ার মা।

তিনি বলেন, ‘ফারিয়া শারীরিকভাবে খুব দুর্বল। খাওয়াদাওয়ায় খুবই অনিয়ম করে। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যাঁরা পছন্দ করেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।’

এ সময় ফারিয়ার শারীরিক দুর্বলতার কারণ জানিয়ে তার মা আরও বলেন, ‘কয়েক মাস ধরে ফারিয়ার মাথাব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। কষ্ট পাচ্ছে খুব। গতকাল রাতে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মাথাব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথাব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। এখন সেসবে কাজও করছে না।’

গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আচমকা অচেতন হয়ে পড়েন ফারিয়া । এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নেওয়ার পর ৯ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে সেদিন শুক্রবার দুপুরে বাসায় নেওয়া হয় তাকে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫