শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


দীঘির মুখ খুলতে বারণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:১৮ মার্চ ২০২৪, ১৫:৪৭

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি-সংগৃহীত

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি-সংগৃহীত

২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন প্রার্থনা দীঘি। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাগুলোয় অভিনয় করেন। সর্বশেষ সরকারি অনুদানের নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’-এর মাধ্যমে আবার বড় পর্দায় আসেনি দীঘি। নতুন বছরে নতুন ছবি মুক্তির মাধ্যমে দীঘির যাত্রা শুরু হলেও হাতে কোনো নতুন ছবির খবর ছিল না এ অভিনেত্রীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির নতুন ফটোশুটের বেশ কয়েকটি পোস্ট করা হয়। ফটোগ্রাফার রাফ ছবিগুলো পোস্ট করেছেন নিজ পেজে। সেই ছবির সূত্র ধরেই দীঘির সঙ্গে যোগাযোগ। স্টেজ পারফর্ম কিংবা ব্রাইডাল শুটের বাইরে নতুন কোনো কাজের খবর আছে কিনা? দীঘির উত্তর, ‘আছে তো বটেই। কিন্তু আপাতত মুখ খোলা বারণ। কিছুই জানাতে পারছি না।’

তবে কথায় কথায় একটু মুখ খুললেন দীঘি। বললেন, ‘দুটি ওয়েব ফিল্মে কাজ করছি। একটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির, আরেকটি দীপ্ত প্লের। দুটি কাজই দারুণ গল্পের। এর একটি নারীনির্ভর গল্পে। আনুষ্ঠানিকভাবে এর বাইরে আর কিছুই বলতে পারছি না। তারাই জানাবেন।’ ওয়েব ফিল্মে এবারই প্রথম নয় দীঘির, এর আগেও বেশ কয়েকটি ওটিটির ফিল্ম করেছেন তিনি। তবে বড় পর্দার সিনেমায় খুব একটা নেই। অথচ দর্শকের কাছে বড় পর্দায় কাজের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন।

দীঘি বলেন, ‘নতুন বছরে আমার অভিনীত শ্রাবণ জোছনায় মুক্তি পেয়েছে। সিনেমার গল্পটি দারুণ ছিল। ইমদাদুল হক মিলন আঙ্কেলের উপন্যাস থেকে বানানো ছবিটি। যারা দেখেছেন সবাই গল্পের প্রশংসা করেছেন। আপাতত মুক্তির অপেক্ষায় তো কোনো ছবি নেই আমার। তবে আমি অপেক্ষায় আছি ভালো গল্প ও ভালো সিনেমার। দেখা যাক কবে সেটা পাই।’

এদিকে দীঘি বরাবরই ব্যস্ত থাকছেন স্টেজ পারফর্ম, ব্রাইডাল সাজ ও ফটোশুটে। দীঘি বললেন, ‘স্টেজ পারফর্মের ব্যস্ততা তো সারাবছরই থাকে। পাশাপাশি ফটোশুটও নিয়মিত করছি। পড়ছি নতুন নতুন কাজের চিত্রনাট্যও। সব মিলিয়ে ব্যস্ততাতেই সময় পার করছি।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪