বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
‘তুফান’-এর টিজার দিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। দর্শকের পাশাপাশি সহকর্মীরাও উচ্ছ্বসিত তার নতুন অবতারে। যা ছুঁয়ে গেছে কিং খানের সন্তানের মা শবনম বুবলীকেও। তা প্রকাশ করেছেন একটি বেসরকারি টেলিভিশনে এসে।
‘তুফান’ এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলী বলেন, ‘জমবে মানে কী? মানে, আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রিই চাই সব সময়। জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা।’ ‘তুফান’-এর টিজার কেমন লাগল, প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘খুব ভালো হয়েছে, সত্যি।’
সম্প্রতি থানায় জিডি করেছেন বুবলী। বিষয়টি নিয়েও কথা বলেছেন। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে গলা চড়িয়েছেন। তার ভাষায়, ‘অনেক সিনিয়র শিল্পী, যাঁরা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলেন, তাঁদের প্রতি আসলে সম্মানের স টাও তখন থাকে না। মনে হয়, সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। শুধু বুবলী হিসেবে বা নায়িকা হিসেবে নয়, আমি চাই, মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং বন্ধ হোক।’
তিনি আরও বলেন, ‘গত ৬-৭ বছরে আমাকে যে পরিমাণ সাইবার বুলিং করা হচ্ছে, মে বি আমাকে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। হয়তোবা আমি এটা নিয়ে কখনো উচ্চবাচ্য করিনি, কথা বলিনি বলে অনেকেই সেটাকে সুযোগ হিসেবে নিয়েছেন। মিথ্যা, ভিত্তিহীন বিষয়গুলো সমাজে ঘৃণা ছড়াচ্ছে। এটা আমার এবং শিল্পীদের জন্য আমি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই, এটার সঠিক বিচার হোক। আমি কাজ করছি, আমার কাছে মনে হয়, এই বুলিংগুলো বন্ধ হোক। এর বিচার হোক।’
নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত।
দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)