মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২


হামলার শিকার বলিউড অভিনেত্রী রাবিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২ জুন ২০২৪, ১৬:১৩

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পথেঘাটে তারকাদের দেখা পেয়ে সাধারণ মানুষজন সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেও বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের ক্ষেত্রে ঘটল উল্টো ঘটনা। পথচারীদের হামলার শিকার হয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, রবিনা ট্যান্ডনের গাড়ির চালক নাকি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনজনকে ধাক্কা মারেন। এ ঘটনার পর স্থানীয়রা যখন তাদের ঘিরে ধরে তখন অভিনেত্রী নেমে আসেন। এবং পাল্টা চোটপাট চালান।

তবে চোটপাটে হিতে বিপরীত হয়েছে। কেননা প্রতিউত্তরে স্থানীয়রা চড়াও হন রাবিনার ওপর। এতে যেন হুঁশ ফেরে নায়িকার। অবস্থা বেগতিক দেখে রীতিমতো হাতজোড় করেন। ‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’ বলে মিনতি করতে থাকেন।

জানা গেছে, রাবিনার গাড়ির ধাকায় আহত হয়েছেন তিন পথচারী। তাদের মধ্যে একজন পেয়েছেন কানে আঘাত। এরইমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায় ভিডিও ধারণকারীকে ভিডিও করতে নিষেধ করা হচ্ছে।

জানা গেছে অভিনেত্রীর বিরুদ্ধে নাকি অভিযোগও দায়ের করেছেন ওই তিন নারী। তবে এ ঘটনায় এখনও মুখ খোলেননি রাবিনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৮ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬:৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৭ রাত

মঙ্গলবার ১ জুলাই ২০২৫