বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
লাইভ অনুষ্ঠানে এসে মৃত্যু হয়েছে রাশিয়ান অভিনেত্রী পলিনা মেনশিখের। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এ প্রসঙ্গে রয়টার্স বলেছে, গত ১৯ নভেম্বর লাইভ অনুষ্ঠান চলাকালীন ইউক্রেনের ভয়াবহ হামলা হয়। এতেই প্রাণ হারান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
থিয়েটারকর্মী ছিলেন পলিন। যে থিয়েটারে কাজ করতেন ওই থিয়েটারই নিশ্চিত করেছে তার মৃত্যুর বিষয়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে ডোনেটস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।
তবে অন্য এক সূত্র বলছে হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। সেখানে সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছেন মেনশিখ।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, গান চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে ভবনটি। নিভে যায় সব বাতি। তার আগে জানলা ভেঙে পড়তে দেখা যায়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)