শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
ভারতের আম্বানি পুত্রের বিয়ের আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার পরিবারের ঝলমলে উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। অনন্ত-রাধিকার বিয়ে এবং আর্শীবাদ মিলিয়ে দুদিন পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ। অনুষ্ঠানস্থলে ঢোকার আগে গৌরী-সুহানা ছাড়াও শাহরুখের পরিবারের এক খাস সদস্য এদিন ফ্রেমবন্দি হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়েতে গৌরী আর সুহানার সঙ্গে দেখা মিলল শাহরুখের পরিবারের অভিভাবককে। সবুজ সালোয়ার স্যুটে এই বর্ষীয়ান সদস্য সম্পর্কে শাহরুখের শাশুড়ি মা সবিতা ছিব্বর। গৌরীর মাও এদিন পৌঁছেছিলেন অনন্ত-রাধিকাকে আর্শীবাদ করতে।
গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন মন্নত‘-এর বাড়ির অদৃশ্য রিমোট কন্ট্রোল আছে সবিতা চিব্বরের হাতে।
মন্নতের সব কাজ পরিচালনা করা, বিশেষত, মন্নতের সমস্ত কর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখেন তার মা। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে মন্নতের প্রতিদিনের খাবারের মেনু বলে দেওয়া সবই নাকি করেন শাহরুখের শাশুড়ি।
গৌরী মনে করেন, এভাবে এক ঢিলে দুই পাখি মারার কাজ হয়ে যায়। কারণ একদিকে তার মায়ের সময় কেটে যায়, অন্যদিকে কর্মীরাও সুষ্ঠভাবে কাজ করতে পারেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)