বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


ডিবি অফিসে মারজুক রাসেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৪, ১৬:৫৬

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অনেক দিন ধরেই সামাজিক মাধ্যম ফেসবুকে মারজুক রাসেলের নামে একটি পেজ সচল। সেখানে সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত পোস্ট দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন নিয়েও সরব ছিল পেজটি। এছাড়া সরকার বিরোধী নানা পোস্টও দেওয়া হয় ওই ফেসবুক পেজ থেকে। 

আরও পড়ুনঃ বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে : কাদের

তবে এর সাতেপাচে নেই মারজুক। কেননা পেজটি তার না। কিন্তু নেটিজেনরা মনে করছেন এ কাজ মারজুকের। বিষয়টি নিয়ে অভিযোগ দিতে এবার রাজধানীর ডিবি কার্যালয়ে গেছেন মারজুক রাসেল। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে পেজটি চালাচ্ছেন বলে জানান এ অভিনেতা ও গীতিকার।

আরও পড়ুনঃ নিরাপত্তার স্বার্থে আমরা সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়েছি : হারুন

এ সময় গণমাধ্যমকে মারজুক বলেন, আমার নাম ও ছবি বেশ কয়েকদিন ধরে উস্কানীমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়,আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউনশন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪