বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১


‘চুম্বন’ দিয়ে নতুন বছর শুরু করলেন টেইলর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২ জানুয়ারী ২০২৪, ১৫:১৯

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৪ সাল বরণ করে নিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছিলেন মানুষজন। মেতে উঠেছিলেন হাসি আনন্দে। মার্কিন পপ তারকা টেইলর সুইফটও ছিলেন এই দলে। নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ট্র্যাভিস কেলসের ঠোঁটে ঠোঁট রেখে।

টেইলর-ট্র্যাভিসের চুম্বনের ভিডিওটি পাওয়া গেছে এক্সে। এক এক্স ব্যবহারকারীর অ্যাকাউন্টে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, এক পার্টিতে হাতে হাত রেখে নাচছেন তারা। ট্র্যাভিসের কাঁধে হাত রেখে ঘনিষ্ঠভাবে টেইলর। চারপাশে মানুষের ভিড় থাকলেও তাতে পরোয়া না করে একে অপরকে চুম্বন করেন তারা।

সেসময় টেইলরের পরনে ছিল হালকা নীল গাউন। ট্র্যাভিস পরেছিলেন একটি কালো কোট ও ট্রাউজার। কানসাস সিটি চিফ বনাম সিনসিনাটি বেঙ্গলস-এর খেলা দেখার পর কেলসের সঙ্গে ওই পার্টিতে গিয়েছিলেন টেলর। অনেকেই তাদের চুম্বনরত মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘টেইলর ও ট্র্যাভিস কেসি’তে চুম্বন করে নববর্ষ শুরু করলেন।’

চলতি বছর ভেঙেছে ব্রিটিশ অভিনেতা জো অ্যালন ও টেইলরের ছয় বছরের সম্পর্ক। এরপরই তিনি সম্পর্কে জড়িয়েছেন মার্কিন ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে। অ্যালনের সঙ্গে সম্পর্ক নিয়ে রাখাঢাক করলেও এবার তেমনটি দেখা যাচ্ছে না। প্রকাশ্যেই ট্র্যাভিসের সঙ্গে করছেন প্রেম। চুম্বন দিয়ে নতুন বছর উদযাপন যেন তারই প্রমাণ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:০৯ দুপুর
আছর ০৩:৫৮ বিকেল
মাগরিব ০৫:৩৭ সন্ধ্যা
এশা ০৬:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫