শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকে জড়ো হয়ে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা।
এর আগে রবীন্দ্র সরোবরে বক্তব্য রাখেন বহু শিল্পীরা। সেখানে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সংগীতশিল্পীরা; একইসঙ্গে ছাত্রদের সকল দাবির সঙ্গেও সংহতি প্রকাশ করেন।
এ সময় এক বক্তব্যে জোরাল কণ্ঠে প্রতিবাদ জানান সুরকার প্রিন্স মাহমুদ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আতঙ্কের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা কোনো আতঙ্ক করি না, আমরা কিছুকেই ভয় পাই না। আপনারা বেরিয়ে আসুন, আপনাদের যদি সময় লাগে, তাও বেরিয়ে আসুন।’
প্রিন্স মাহমুদ বলেন, ‘যদি আন্দোলন মেনেই নেন এখন, গতকাল কেন গুলি চালালেন। আমার খুলনা শহর কেন রক্তে লাল হল। এমন দূর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন। আপনারা কী মানুষ?’
প্রিন্স মাহমুদ ছাড়াও এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন পার্থ বড়ুয়া, মাকসুদুল হক, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাকসহ অনেকে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)