শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
বাবা সিদ্দিকি খুনের পর থেকে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির সমানেও দেওয়া হচ্ছে কড়া পাহারা। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি কবে পাবেন ভাইজান অনেকের মনে এমন প্রশ্ন। এবার সে পথ বাতলে দিয়েছেন সালমানের হুমকিদাতা স্বয়ং লরেন্স বিষ্ণোই।
বাঁচতে হলে সালমানকে মন্দিরে গিয়ে পূজা দিতে হবে। সেইসঙ্গে চাইতে হবে ক্ষমা। তবে যেকোনো মন্দিরে গেলে হবে না। ভাইজানকে যেতে হবে রাজস্থানের বিকানিরে অবস্থিত ‘মুক্তিধাম মোকাম’ মন্দিরে। কেননা বিষ্ণোই সম্প্রদায়ের থেকে ক্ষমা পেতে হলে অপরাধীকে এই মন্দিরে আসতে হয়। সেখানে একাগ্রচিত্তে ক্ষমা প্রার্থনা করতে হবে। ‘অল ইন্ডিয়া বিষ্ণোই সমাজ’ এর সদস্যরা ক্ষমার সিদ্ধান্তে আসলে তবেই হয়তো এ থেকে মুক্তি মিলতে পারে।
তবে সালমানের বাবা সেলিম খান জানিয়েছেন ক্ষমা প্রার্থনা করবেন না সালমান। কেননা তার মন্তব্য অনুযায়ী পর্দার টাইগার কোনো অপরাধ করেননি। এমনকি কৃষ্ণসার হরিণও মারেননি।
সালমান ও বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা ১৯৯৮ সাল থেকে শুরু, যখন অভিনেতা রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করে মেরে ফেলেছিলেন। বিষ্ণোই সম্প্রদায়ে কালো হরিণকে পবিত্র বলে মনে করা হয় এবং তারা তখন সালমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাকে গ্রেপ্তারের দাবি করে। তখন সালমানকে কারাগারে সাজা দেওয়া হলেও জামিনে মুক্তি পান তিনি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)