বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। তার অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে ইন্ডাস্ট্রির ভেতরের সবাই। যে সাফল্যের উদযাপনে ব্যস্ত অভিনেত্রী। নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন তিনি। যেখানে শ্রদ্ধাকে তার বাবার জীবনের সংগ্রাম, চলচ্চিত্র নির্বাচনসহ বহু বিষয়ে কথা বলতে দেখা গেছে।
অভিনেত্রীর বাবা শক্তি কাপুর সম্পর্কে শ্রদ্ধা বলেন, ‘চলচ্চিত্র পরিবারে তার জন্ম নয়। বরং দিল্লিতে বড় হয়ে ওঠা। আমার ঠাকুরদার একটি কাপড়ের দোকান ছিল। একটা সময় বাবাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করার। কিন্তু, বাবা তার স্বপ্নের পিছনে ছুটতে থাকেন।’
শ্রদ্ধার কথায়, ‘অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন পরিস্থিতি কেমন চলছে। আমি যখনই কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ভাবি, বাবার কাছে যাই এবং জিজ্ঞেস করি কী করব। এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা।’
অভিনেত্রী তার ফুফু পদ্মিনী কোলহাপুরের থেকেও নানা বিষয়ে পরামর্শ নেন বলে জানিয়েছেন। অভিনেত্রী স্ত্রী ২-এর সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বলেছেন, ‘আমার ছোটবেলায় দেখা স্বপ্নের অংশ হতে পেরে দারুণ লাগছে।’
এনডিটিভি ওয়ার্ল্ড সামিট-এ শ্রদ্ধা কাপুর দর্শকদেরও নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শকদের মধ্যে থেকে এক মেয়ে শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞেস করেন, ‘আপনার আধার কার্ডেও কি একই ছবি আছে?’ শ্রদ্ধা মজার ছলে জবাব দিয়ে বলেন, ‘না না, আমি আধার কার্ডের ছবি দেখাতে পারব না।’
প্রসঙ্গত, শ্রাদ্ধা কাপুর ‘তিন পত্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম হিট ছবি ‘আশিকি ২’। পরবর্তীতে, অভিনেত্রীর ক্যারিয়ারে অনেক উত্থান-পতন এসেছিল। তবে খুব কম সময়ের মধ্যেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)