শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২


কেন জাতীয় পুরস্কার পাননি শাহরুখ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৬ জানুয়ারী ২০২৪, ১৯:৫৮

ফাইল ছবি

ফাইল ছবি

অভিনয় দিয়ে শূন্য থেকে শিখরে এসেছেন শাহরুখ খান। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত অনুরাগী। বলিউড জয় করেছেন সেই কবে। তবে জয় করতে পারেননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও অধরা রয়ে গেছে।

বিষয়টি নিয়ে এবার কথা বললেন দক্ষিণের নির্মাতা পরিচালক সিবি মালয়িল। তিনি জানালেন, ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল। কেন পুরস্কার পাননি তা-ও বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পরিচালক সিবি মালয়িল জানান, ২০০৯ সালে মোহনলালকে বাদ দিয়ে শাহরুখ খানের নাম প্রস্তাব করেন কমিটির চেয়ারম্যান। তার নির্দেশ ছিল, “শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার জিতলে জাতীয় পুরস্কার বিতরণীর অনুষ্ঠান আরও জমজমাট হবে। তা না করে কেন মোহনলালকে দেওয়া হবে ন্যাশনাল অ্যাওয়ার্ড?”

সিবি মালয়িল দক্ষিণি ছবি ‘পরদেশি’ ছবির জন্য মোহনলালকে পুরস্কার দিতে চেয়েছিলেন। কিন্তু জুড়ি মেম্বারদের রায়ে ওই ছবি শুধুমাত্র সেরা মেকআপ ক্যাটাগরিতেই পুরস্কার পায়। কিন্তু তিনি মোহনলালের হয়ে ওকালতি করেছিলেন। তবে সেইবছর শাহরুখ খানও জাতীয় পুরস্কার পাননি। বরং ‘পা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অমিতাভ বচ্চন পুরস্কার পান।

শাহরুখ এখন উপভোগ করছেন ‘ডানকি’র সাফল্য। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরও অনেকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৬ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৫ সন্ধ্যা
এশা ০৮:৫ রাত

শুক্রবার ১ আগস্ট ২০২৫