রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা-২০২৫।
রোববার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ২৭টি স্টল ছিল।
উদ্বোধন শেষে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় জেলা প্রশাসক বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত যন্ত্রপাতি প্রদর্শন করেছেন। তাদের মেধার বিকাশ হলে, তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আবিষ্কৃত এসব যন্ত্রপাতি কাজে লাগানো যায় কিনা, সেটা নিয়ে ভাবা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন - সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
এছাড়া মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। মেলা চলবে সোমবার বিকেল পর্যন্ত।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)