বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
অনেকের দিন শুরু হয় এককাপ চায়ের সঙ্গে। এখন চা পানের জন্য টি-ব্যাগ ব্যবহার হচ্ছে অহরহ। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গেছে একটি উদ্বেগজনক তথ্য। টি-ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক নির্গত হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিডি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, পলিমার-ভিত্তিক উপাদান দিয়ে তৈরি বাণিজ্যিক টি-ব্যাগ গরম পানির সংস্পর্শে এলে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা চায়ের সঙ্গে মিশে যায়। এসব কণা মানুষের শরীরে প্রবেশ করে সম্ভাব্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলা হয়েছে, পলিমার দিয়ে তৈরি টি-ব্যাগ দিয়ে চা তৈরি করার সময় লাখ লাখ ন্যানো-আকৃতির কণা এবং ন্যানোফিলামেন্ট বের হয়, যা মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের (এমএনপিএল) অন্যতম বড় উৎস।
“কেমোস্ফিয়ার” জার্নালে প্রকাশিত এই গবেষণায় আরও বলা হয়, এই কণাগুলো মানুষের শরীরের ভেতরের অন্ত্রের কোষে শোষিত হয়ে রক্তপ্রবাহে চলে যেতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে।
গবেষণায় ব্যবহৃত টি ব্যাগের ব্র্যান্ডগুলোর নাম প্রকাশ করা হয়নি। তবে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বলে জানানো হয়েছে।
গবেষণায় ব্যবহৃত টি ব্যাগগুলো নাইলন ৬, পলিপ্রোপিলিন এবং সেলুলোজ দিয়ে তৈরি করা। গবেষণা অনুযায়ী, চা তৈরি করার সময় পলিপ্রোপিলিন প্রতি মিলিলিটার ১.২ বিলিয়ন কণা নির্গত করে, সেলুলোজ ১৩৫ মিলিয়ন কণা এবং ৮.১৮ মিলিয়ন কণা নির্গত করে নাইলন ৬।
গবেষণায় মাইক্রোকণাগুলোকে চিহ্নিত করে অন্ত্রের মিউকাস উৎপন্নকারী কোষের সঙ্গে পরীক্ষা করা হয়। গবেষকরা দেখতে পান, অন্ত্রের কোষ কেবল কণাগুলো শুষেই নেয়নি বরং সেগুলো কোষের নিউক্লিয়াসে পৌঁছেছে। এই নিউক্লিয়াসেই জেনেটিক উপাদান থাকে।
বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষক আলবা গার্সিয়া-রদ্রিগেজ বলেন, “আমরা এই দূষণ সৃষ্টি করা কণাগুলোকে নতুন প্রযুক্তি দিয়ে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। এটি মানবস্বাস্থ্যের ওপর কণাগুলোর প্রভাব সম্পর্কে গবেষণা এগিয়ে নিতে সাহায্য করবে।”
# মির্জা সাইমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)