রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


অক্টোবরে ৩ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১১:১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। চলতি বছরের অক্টোবর মাসেই ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উত্তীর্ণ তিন হাজার চিকিৎসককে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের স্বাস্থ্যখাতে প্রায় ১০ হাজার চিকিৎসকের প্রয়োজন। কিন্তু সরকারের হাতে এত সংখ্যক চিকিৎসক নেই। তাই আপাতত তিন হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, এই চিকিৎসকদের অক্টোবরের মধ্যেই বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হবে। নবাবগঞ্জ, পটুয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজন অনুযায়ী ভাগ করে তাদের পাঠানো হবে।

এ সময় তিনি জানান, শুধু নতুন ডাক্তার নিয়োগই নয়, চিকিৎসকদের পদোন্নতির কাজও চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন কনসালটেন্ট পদোন্নতি পেয়েছেন। অবশিষ্টদের পদোন্নতির প্রক্রিয়া চলতি সপ্তাহেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইসিইউ ব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকার চায় আইসিইউগুলো আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক। প্রতিটি আইসিইউ ইউনিটে একজন কনসালটেন্ট, তিনজন প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এতে রোগীরা আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন।

উপদেষ্টা নূরজাহান বেগম জানান, সীমিত সম্পদ ও চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

পরিদর্শনকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। পরে তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে অবস্থিত কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পার্কও পরিদর্শন করেন।

সরকারি সূত্র অনুযায়ী, ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের দ্রুত নিয়োগের মাধ্যমে বিশেষ করে গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলের চিকিৎসা সেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫